পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে চাকরির সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইট এবং রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, দু’টি পৃথক জাতীয় প্রকল্পের জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীরা এ জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন।
জেলায় নিয়োগ হবে ডেন্টাল টেকনিশিয়ান এবং ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটার পদে। মোট শূন্যপদের সংখ্যা দুই। উভয় পদে নিযুক্তদের কাজের মেয়াদ প্রাথমিক ভাবে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত থাকবে। এর পর নিযুক্তদের কাজ এবং প্রকল্পের প্রয়োজন অনুসারে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আবেদনকারীদের এ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি, পারদর্শী হতে হবে স্থানীয় ভাষায়। ডেন্টাল টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন ১৮ থেকে ৪০ বছর বয়সিরা। অন্য দিকে, বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটার পদে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
আরও পড়ুন:
প্রতি মাসে ডেন্টাল টেকনিশিয়ান পদে নিযুক্তকে ২২,০০০ টাকা এবং ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটার পদে নিযুক্তকে ৩২,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
ডেন্টাল টেকনিশিয়ান পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। প্রয়োজন এক বছরের পেশাগত অভিজ্ঞতারও। একই ভাবে, অন্য পদটির জন্যও রয়েছে যোগ্যতার পৃথক মাপকাঠি।
আগ্রহীদের রাজ্য স্বাস্থ্য দফতর বা জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ৫০ এবং ১০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩১ অক্টোবর। এর পর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিচালনার দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে।