কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ। এই মর্মে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। জানানো হয়েছে, সংস্থায় উচ্চ পদে কাজের সুযোগ রয়েছে। নিযুক্তদের পোস্টিং হবে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে। এ জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
সংস্থায় নিয়োগ হবে ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) পদে। শূন্যপদ ৩৪টি। ই-২ গ্রেডের এই পদে নিযুক্তদের প্রথম দু’বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে। কর্মস্থল হবে পশ্চিমবঙ্গ, উত্তর পূর্বের কোনও রাজ্য, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ বা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৩৪ বছর। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। তাঁদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তরের পাশাপাশি ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে গেট উত্তীর্ণও হতে হবে।
প্রার্থীদের গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এ জন্য আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ৩ নভেম্বর পর্যন্ত চলবে।