২০২৬ সালের জন্য আইএনআই সেট (ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স কম্বাইন্ড এন্ট্রান্স টেস্ট)-এর বিস্তারিত সূচি প্রকাশ করল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)। পরীক্ষার দিন ক্ষণ ছাড়াও জানানো হল নাম নথিভুক্তকরণের সময়সীমা।
দেশে মেডিক্যালের বিভিন্ন বিষয় নিয়ে উচ্চশিক্ষার জন্য আইএনআই সেট-এর আয়োজন করে এমস। পরের বছরের জানুয়ারি পর্বের জন্য চলতি বছরের ৯ নভেম্বর পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে ১ নভেম্বর।
পরীক্ষার্থীরা এ জন্য http://www.aiimsexams.ac.in/ -এ ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। অনলাইন রেজিস্ট্রেশনের শেষ দিন আগামী ২১ অক্টোবর। এর পর রেজিস্ট্রেশনের জন্য জমা দেওয়া নথিতে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে।
আরও পড়ুন:
দেশের একাধিক পরীক্ষাকেন্দ্রে আইএনআই সেট-এর আয়োজন করা হবে। পরীক্ষায় উত্তীর্ণেরা এমডি, এমএস, এমসিএইচ, ডিএম, এমডিএস-এর মতো একাধিক স্নাতকোত্তর স্তরের কোর্স করার সুযোগ পাবেন। শুধু এমস নয়, তাঁরা জিপমার পুদুচেরি, নিমহ্যান্স বেঙ্গালুরু, পিজিআইএমইআর চন্ডীগড়, এসসিটিআইএমএসটি ত্রিবান্দ্রাম-এর মতো নামী মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ সমস্ত কোর্স করতে পারবেন।
আগামী শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কত আসনসংখ্যা রয়েছে, সে সম্পর্কেও বিশদ জানিয়েছে এমস। সেখানে দেখা যাচ্ছে রাজ্যের এমস কল্যাণীতে আইএনআই সেট-এ উত্তীর্ণদের জন্য শূন্য আসন রয়েছে ১১৪টি।