বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু করল কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। চলতি শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। কলেজের সমস্ত ইঞ্জিনিয়ারিং কোর্সই এআইসিটিই অনুমোদিত এবং মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট) দ্বারা স্বীকৃত। এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
কলেজে ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষার জন্য এমটেক কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। তাঁরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি এবং পিই ইঞ্জিনিয়ারিং-এর মতো নানা বিষয় পড়ার সুযোগ পাবেন। সমস্ত বিভাগ মিলিয়ে ৬২টি আসনে ভর্তি নেওয়া হবে পড়ুয়াদের।
আরও পড়ুন:
বিভিন্ন কোর্সে পড়ুয়াদের গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-এ প্রাপ্ত নম্বর, পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এগজামিনেশন (পিজিইটি)-এ প্রাপ্ত নম্বর, কোম্পানি স্পনসরশিপ থাকা অথবা বিটেক কোর্সে ৭ সিজিপিএ স্কোর-এর উপর গুরুত্ব দিয়ে ভর্তি নেওয়া হবে।
ইচ্ছুক পড়ুয়াদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৮ অক্টোবর আবেদনের শেষ দিন। মেধাতালিকা প্রকাশ করা হবে ৯ অক্টোবর। কলেজে আগামী ১৪ অক্টোবর সকাল ১১টা থেকে কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে কলেজের ওয়েবসাইট থেকে।