দেশে বায়ুদূষণ প্রশমনে নানা পদ্ধতির অর্থনৈতিক বিশ্লেষণ করবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)। এ নিয়ে শুক্রবার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, গবেষণা প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় মন্ত্রক। প্রকল্পে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা এ জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন।
প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফ্যামিলি মেডিসিন বিভাগে গবেষণার কাজ হবে। ‘ইকোনমিক অ্যানালিসিস অফ এয়ার পলিউশান মিটিগেশন স্ট্র্যাটেজিস ইন ইন্ডিয়া’ শীর্ষক এই প্রকল্পটি কেন্দ্রীয় দফতর ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ (ডিএইচআর)-এর আর্থিক আনুকূল্যে পরিচালিত হবে।
প্রকল্পে নিয়োগ হবে ফিল্ড ইনভেস্টিগেটর পদে। শূন্যপদ দু’টি। তাঁদের কাজের মেয়াদ থাকবে চার মাস।
সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে পারবেন ৩০ বছরের কম বয়সিরা। সংরক্ষিতদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে। নিযুক্তদের বেতন হবে মাসে ৩০,০০০ টাকা।
আরও পড়ুন:
উল্লিখিত পদে আবেদনকারীদের পাবলিক হেলথ/ পপুলেশন স্টাডিজ়/ সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্র্যাকটিস/ হেলথ সাইকোলজি/ কমিউনিটি হেলথ/ সোশিয়োলজি/ সোশ্যাল ওয়ার্কে স্নাতক হতে হবে। এ ছাড়া তিন বছরে কমিউনিটি রিসার্চ, অ্যানালিসিস এবং ডকুমেন্টেশনের অভিজ্ঞতাও থাকতে হবে।
চাকরিপ্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১১ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।