রাজ্যে দার্জিলিং জেলায় মহিলাদের জন্য কাজের সুযোগ। জেলার বিভিন্ন সদর মহকুমা অঞ্চলের বিভিন্ন স্থানে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।
জেলায় জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের অধীনে নিযুক্তদের কাজ করতে হবে। তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি।
আবেদনকারী মহিলা প্রার্থীদের বিবাহিত/ বিবাহবিচ্ছিন্ন বা বিধবা হতে হবে। একই সঙ্গে তাঁদের সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে। উত্তীর্ণ হতে হবে মাধ্যমিকে এবং বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে।
আরও পড়ুন:
চাকরিপ্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে জমা দিতে হবে। আগামী ১৪ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য জেলার প্রশাসনিক ওয়েবসাইট থেকে জানা যাবে।