গবেষণাধর্মী কাজের জন্য কর্মী নিয়োগ করবে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)। প্রতিষ্ঠানের স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেস-এর প্রকল্পের জন্য এই নিয়োগ। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে এমনই জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে বায়োলজিক্যাল সায়েন্সেস-এর কোনও বিষয় নিয়ে গবেষণার কাজ হবে। বিজ্ঞপ্তিতে গবেষণার বিষয়টি উল্লেখ করা হয়নি। প্রকল্পে নিয়োগ হবে রিসার্চ অ্যাসোসিয়েট-১ পদে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে নিযুক্তের কাজের মেয়াদ থাকবে ছ’মাস। তাঁকে প্রতিষ্ঠানের নিয়ম মেনেই প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়সসীমা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে জানানো হয়েছে, তাঁদের বায়োলজি বা জীববিদ্যায় স্নাতক এবং স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। প্রয়োজন পিএইচডি। বিভিন্ন পিয়ার রিভিউড জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশিত হওয়াও প্রয়োজন। যাঁদের মলিকিউলার বায়োলজি এবং ক্যানসার ইমিউনোলজি নিয়ে গবেষণা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ অন্য নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ৯ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। ইন্টারভিউ হবে ১০ অক্টোবর।