চলতি বছরের জন্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর তরফে শুরু হয়েছে ‘সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ’-এর আবেদন প্রক্রিয়া। দশম শ্রেণিতে পাঠরত বাড়ির একমাত্র মেধাবী কন্যাসন্তানের জন্য এই বৃত্তি দেওয়া হবে। একই সঙ্গে গত বছরের দশম শ্রেণিতে যারা এই স্কলারশিপ বা বৃত্তি পেয়েছিলেন, তাদের জন্য পুনর্নবীকরণের প্রক্রিয়াও শুরু করা হয়েছে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে।
বোর্ডের স্থির করা শর্তাবলি অনুযায়ী, স্কলারশিপের জন্য আবেদন করতে হলে পড়ুয়াদের শুধুমাত্র পরিবারের একমাত্র কন্যাসন্তান হলেই চলবে না। সঙ্গে তাদের সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় ৭০ শতাংশ বা তার বেশি নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। দশম শ্রেণিতে স্কুলের প্রতি মাসের টিউশন ফি ২,৫০০ টাকার বেশি হলে চলবে না। পাশাপাশি, বর্তমানে তাদের সিবিএসই স্বীকৃত স্কুলগুলিতে একাদশ বা দ্বাদশ শ্রেণির পড়ুয়া হতে হবে। তবে প্রতি শিক্ষাবর্ষে স্কুলের একাদশ বা দ্বাদশ স্তরে প্রতি মাসের টিউশন ফি ৩,০০০ টাকার বেশি হওয়া যাবে না।
আরও পড়ুন:
সর্বাধিক দু’বছরের জন্য এই বৃত্তি পাবে পড়ুয়ারা। বৃত্তির পরিমাণ হবে মাসে ১,০০০ টাকা। তবে প্রতি বছর শর্তসাপেক্ষে বৃত্তির মেয়াদ বাড়ানো হবে। তবে ‘স্কলারশিপ রিনিউয়াল’-এর জন্যও রয়েছে কিছু শর্তাবলি।
আবেদনের জন্য সিবিএসই-র মূল ওয়েবসাইটে গিয়ে স্কলারশিপ বিভাগ থেকে আবেদন করতে পারবেন। আগামী ২৩ অক্টোবর আবেদনের শেষ দিন। এ বিষয়ে মূল বিজ্ঞপ্তি থেকে বিশদ জানা যাবে।