চলতি বছরের জুলাই পর্বে ভর্তির জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি করল ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)। বিশ্ববিদ্যালয়ের ‘ওপেন অ্যান্ড ডিসট্যান্স লার্নিং’ (ওডিএল) বা দূর ও মুক্ত শিক্ষা এবং অনলাইন কোর্সগুলিতে এখনও ভর্তির সুযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ওডিএল এবং অনলাইন কোর্সগুলিতে আবেদন জানানোর শেষ দিন ছিল ৩০ সেপ্টেম্বর। যা এখন বাড়িয়ে ১৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বা সেমেস্টার নির্ভর কোর্সগুলির জন্য ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ৬৭টি আঞ্চলিক কেন্দ্র এবং ২,২৫৭টি লার্নার সাপোর্ট সেন্টারের তরফে ওডিএল এবং অনলাইন কোর্সগুলির জন্য পড়ুয়াদের নানা ভাবে সাহায্য করা হবে। কোর্সের সমস্ত পাঠ্যসামগ্রী অনলাইনেই পাওয়া যাবে।
আরও পড়ুন:
আগ্রহীদের এ জন্য প্রথমে ডিসট্যান্স এডুকেশন ব্যুরো আইডেন্টিফিকেশন বা ডিইবি আইডি তৈরি করতে হবে। এর পর অনলাইন কোর্সে ভর্তির জন্য ignouiop.samarth.edu.in -এ এবং ওডিএল কোর্সে ভর্তির জন্য ignouadmission.samarth.edu.in -এ গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে।