রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-য় উচ্চপদমর্যাদায় নিয়োগ করা হবে। এ মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাঙ্কের তরফে। জানানো হয়েছে, আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
ব্যাঙ্কে নিয়োগ হবে গ্রেড বি-র অফিসার (জেনারেল ক্যাডার, ডিইপিআর ক্যাডার, ডিএসআইএম ক্যাডার) পদে। মোট শূন্যপদ ১২০টি। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৭৮,৪৫০ থেকে ১,১৪,৯০০ টাকা।
আরও পড়ুন:
গ্রেড বি অফিসার (জেনারেল ক্যাডার) পদে আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের যে কোনও বিষয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ বা স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ থাকতে হবে। এ ছাড়াও বাকি পদগুলির জন্যও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।
চাকরিপ্রার্থীদের আরবিআই-এর ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ১০০ এবং ৮৫০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ৩০ সেপ্টেম্বর।
উল্লিখিত পদগুলিতে দু’টি ধাপে অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে। এ বিষয়ে বিশদে জানার জন্য প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।