Advertisement
E-Paper

পর্যটন থেকে সাইবার সুরক্ষা, পেশাগত দক্ষতা অর্জনের জন্য রইল সুলুকসন্ধান

পেশাপ্রবেশের পথ সুগম করতে পড়ুয়াদের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির তরফে কোর্স করানো হচ্ছে। আবার কখনও আয়োজন করা হচ্ছে কর্মশালার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৪
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পড়াশোনার প্রচলিত ধ্যান ধারণা বদলে গিয়েছে। প্রচলিত ডিগ্রি কোর্সের বাইরে নিত্যনতুন বিষয় নিয়ে পড়ার ঝোঁক বাড়ছে। পেশাগত চাহিদা অনুযায়ী যুগোপযোগী বিষয় নিয়েই পড়াশোনা করতে চাইছেন পড়ুয়ারা। জাতীয় শিক্ষানীতি মেনে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলির তরফেও এ বিষয়ে নানা পদক্ষেপ করা হচ্ছে। পেশাপ্রবেশের পথ সুগম করতে পড়ুয়াদের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির তরফে কোর্স করানো হচ্ছে। কখনও আয়োজন করা হচ্ছে কর্মশালার। রইল তেমনই কিছু কোর্স ও কর্মশালার হদিস—

১) বই সম্পাদনা সংক্রান্ত কোর্স:

পাণ্ডুলিপি লেখা থেকে দুই মলাটে ছাপা অক্ষরে বই প্রকাশের পদ্ধতি একটি দীর্ঘমেয়াদি বিষয়। এ বার এই বই সম্পাদনা নিয়ে অনলাইন কোর্স করাবে ন্যাশনাল বুক ট্রাস্ট (এনবিটি)। কোর্সে বিভিন্ন ভাষায় বই সম্পাদনার ইতিহাস থেকে শুরু করে বর্তমান সমস্যার নানা খুঁটিনাটি পড়ানো হবে পড়ুয়াদের। জানানো হবে এই ক্ষেত্রে চাকরির ভবিষ্যৎ দিকও।

* কোথায় হবে— অনলাইনে।

* মেয়াদ— ৩ মাস।

* কতদিন চলবে— ৪ অক্টোবর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

* কারা আবেদন করতে পারবেন— যে কোনও বিষয়ে স্নাতকেরা।

*আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।

*আবেদনের শেষ দিন— ২০ সেপ্টেম্বর।

২) সাইবার সুরক্ষা সংক্রান্ত কোর্স:

ডিজিটাল যুগে অধিকাংশ মানুষের সমস্ত গোপন তথ্য নেট মাধ্যমে থাকে। ডিজিটাল আদানপ্রদানের ক্ষেত্রে কাজে লাগে সে সমস্ত ব্যক্তিগত তথ্য। কিন্তু এই সুযোগেই বাড়ছে সাইবার জালিয়াতি। তাই প্রয়োজন সচেতনতা। সাইবার দুনিয়ার খুঁটিনাটি সম্পর্কে মানুষকে সচেতন করতে উদ্যোগী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে কোর্স করাবে দেশের প্রথম সারির প্রতিষ্ঠান আইআইটি হায়দরাবাদও।

* কোথায় হবে— অনলাইনে।

* মেয়াদ— ৬ মাস।

* কতদিন চলবে— ২৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত।

* কারা আবেদন করতে পারবেন— যে কোনও বিষয়ে স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। প্রয়োজন এক বছরের পেশাগত অভিজ্ঞতা এবং প্রোগ্রামিং সংক্রান্ত ধারণা।

*আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।

*আবেদনের শেষ দিন— ১৫ সেপ্টেম্বর।

৩) সাংবাদিকতায় কৃত্রিম মেধার ব্যবহার সংক্রান্ত কোর্স:

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম মেধার ব্যবহার এখন সর্বত্র। যে কোনও কাজ সহজে, কম সময়ে করে ফেলছএ এআই। সাংবাদিকতাতেও কৃত্রিম মেধাকে কী ভাবে এবং কতটা ব্যবহার করা যায়, তা নিয়ে কোর্স করাবে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। শেখানো হবে অটোমেটেড কনটেন্ট ক্রিয়েশন, এআই ব্যবহারের সীমাবদ্ধতা দায়বদ্ধতার দিকগুলিও। এআই-এর সাহায্যে কী ভাবে খবরের সত্যতা যাচাই করা যায়, দর্শক সংখ্যা বাড়ানো যায়, তা-ও জানানো হবে এই কোর্সে।

* কোথায় হবে— অনলাইনে।

* মেয়াদ— ৩ মাস।

* কতদিন চলবে— চলতি মাসেই শুরু (নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি)।

*কারা আবেদন করতে পারবেন— দ্বাদশ উত্তীর্ণ যে কোনও ব্যক্তি।

*আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।

*আবেদনের শেষ দিন— বিজ্ঞপ্তিতে দিনক্ষণ জানানো হয়নি।

৪) সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সংক্রান্ত কোর্স:

কোনও ব্যবসায়িক উদ্যোগ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খরচের দিকটি ভেবে দেখা জরুরি। বর্তমান তথ্য নির্ভর দুনিয়ায় এই কাজটি সহজে এবং সুচারু ভাবে করার জন্য প্রয়োজন যথাযথ ভাবে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। এ বার ‘সাপ্লাই চেন অপ্টিমাইজেশন অ্যান্ড অ্যানালিটিক্স’-এর কোর্স করাবে আইআইটি খড়্গপুর।

* কোথায় হবে— অনলাইন এবং অফলাইনে।

* মেয়াদ— তিন দিন।

* কতদিন চলবে— ২২ থেকে ২৪ সেপ্টেম্বর।

*কারা আবেদন করতে পারবেন— স্নাতক পাঠরত থেকে পেশাদার, যে কোনও ব্যক্তিই সংশ্লিষ্ট কোর্সে আবেদন করতে পারবেন।

*আবেদন কী ভাবে— অনলাইনে।

*আবেদনের শেষ দিন— ১০ সেপ্টেম্বর।

৫) ট্যুরিস্ট গাইড হওয়ার কোর্স:

যাঁরা শুধু ভ্রমণপিপাসু, যে কোনও জায়গা অন্যদের ঘুরিয়ে দেখাতেও ভালবাসেন, তাঁরা পেশাদার ট্যুরিস্ট গাইড হিসাবে কাজ শুরু করতে পারেন। রাজ্য সরকারের তরফে এ বিষয়ে একটি কোর্স করানো হবে। রাজ্যের পর্যটন দফতর কোর্স আয়োজনের দায়িত্বে।

* কোথায় হবে— অনলাইন এবং অফলাইনে।

* মেয়াদ— দুই থেকে চার সপ্তাহ।

* কবে থেকে শুরু— তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

*কারা আবেদন করতে পারবেন— আবেদনকারীদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে। পাশাপাশি অষ্টম বা দশম শ্রেণি উত্তীর্ণ হওয়া জরুরি। এ ছাড়া বিভিন্ন অঞ্চল সম্পর্কে সাংস্কৃতিক, ইতিহাস, পর্যটন সংক্রান্ত জ্ঞান থাকা জরুরি।

*আবেদন কী ভাবে— অনলাইনে।

*আবেদনের শেষ দিন— উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে।

course on tourism Course on Cyber Security course on book publishing short term courses 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy