রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। সোমবার এমনটা জানিয়ে সংস্থার ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংস্থায় নির্দিষ্ট মেয়াদের জন্য অস্থায়ী ভাবে নিয়োগ হবে। এর জন্য অনলাইন বা অফলাইনে আগ্রহীরা আবেদন জানাতে পারবেন।
সংস্থায় শিফট ডিউটি মেডিক্যাল অফিসার (এসডিএমও) পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি, তবে তা পরিবর্তন সাপেক্ষ। নিযুক্ত ব্যক্তির কর্মস্থল হবে উত্তরপ্রদেশে সংস্থার ধন্বন্তরি হাসপাতাল। প্রাথমিক ভাবে তাঁর কাজের মেয়াদ থাকবে এক বছর। যা পরবর্তী কালে বাড়িয়ে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত করা হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৫৬ বছর। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৯৩,০০০ টাকা।
আরও পড়ুন:
এসডিএমও পদে আবেদনের জন্য প্রার্থীদের এমবিবিএস ডিগ্রির পর এক বছর ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি, মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া/ ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল/ স্টেট মেডিক্যাল কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন থাকাও জরুরি।
চাকরিপ্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডি বা ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ৮ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।