Advertisement
E-Paper

দার্জিলিং-কালিম্পঙে রিসোর্স পার্সন প্রয়োজন, আবেদনের শর্ত জানাল জিটিএ

অন্নধারা প্রকল্পের অধীনে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করবে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৬:৪৬
Gorkhaland Territorial Administration is looking for District Resource Person in Darjeeling and Kalimpong.

দার্জিলিং-কালিম্পঙে রিসোর্স পার্সন নিয়োগ করা হবে। ছবি: সংগৃহীত।

স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করবে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। নিযুক্তদের অন্নধারা প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ চারটি।

সোশ্যাল মোবিলাইজ়েশন অ্যান্ড ইনস্টিটিউশন বিল্ডিং সংক্রান্ত বিভাগে কাজের ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন হিসাবে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, সোশিয়োলজি বিষয়ে ওই ডিগ্রি থাকা প্রয়োজন।

ফার্ম লাইভলিহুড বিভাগে কৃষিবিদ্যা, ভেটেরিনারি, ফিশারি বিষয়ে স্নাতকদের নিয়োগ করা হবে। তাঁদের গ্রামাঞ্চলের ফার্মে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

নিযুক্তদের প্রতি দিনের হিসাবে ১,২০০ থেকে ২,২০০ টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল এক্‌জ়াম এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

আগ্রহীরা ডাকযোগে কিংবা সশরীরে জিটিএ-এর ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের দফতরে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ১৯ নভেম্বর।

GTA Recruitment in Kalimpong District
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy