নির্দিষ্ট সময়ের চুক্তিতে চাকরির সুযোগ। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার) কলকাতায় জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ), চিফ এগজ়িকিউটিভ অফিসার প্রয়োজন। জেআরএফ হিসাবে ফার্মাসি কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। মোট শূন্যপদ চারটি।
চিফ এগজ়িকিউটিভ অফিসার পদে অর্গ্যানিক কেমিস্ট্রি, মেডিসিনাল কেমিস্ট্রি বা ফ্লো কেমিস্ট্রি বিষয়ে পিএইচডি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তবে এ ক্ষেত্রে তাঁর রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারি দফতরে ম্যানুফ্যাকচারিং বিভাগে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
-
কেন্দ্রের পরমাণু শক্তি বিষয়ক দফতরে গবেষক প্রয়োজন, কর্মস্থল কলকাতা
-
প্যারামেডিক্যালের একাধিক বিষয়ে পড়ার সুযোগ, রাজ্যের বিশ্ববিদ্যালয়ে শুরু ভর্তি প্রক্রিয়া
-
বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লেখার প্রশিক্ষণ, স্বল্প সময়ের কোর্স করবেন কোথায়?
-
শতবর্ষের ঐতিহ্যবাহী স্কুলে শুরু ইংরেজি মাধ্যম, জুড়বে আরও স্কুল, জানালেন শিক্ষামন্ত্রী
জেআরএফ হিসাবে নিযুক্তদের বেতন মাসে ৩৭ হাজার টাকা এবং চিফ এগজ়িকিউটিভ অফিসারদের বেতন মাসে ১,০০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে, এমনটাই নাইপার কলকাতার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আগ্রহীদের ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। এর সঙ্গেই জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন। ২২ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।