ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় চাকরির সুযোগ। প্রতিষ্ঠানের অফিসার অন স্পেশ্যাল ডিউটি পদে কর্মখালি রয়েছে। শূন্য়পদ একটি।
যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যূনতম ১০ বছর আইআইটি, এনআইটি, আইআইএসইআর-এর কোনও দফতরের প্রশাসনিক বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তবে, এ ক্ষেত্রে অন্তত পাঁচ বছর ডেপুটি রেজিস্ট্রার পদে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে ৮০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। এক বছরের চুক্তিতে কাজ হবে, পরে ওই মেয়াদ তিন বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার আগে আগ্রহীদের ডাকযোগে আবেদন পাঠাতে হবে। ১২ এপ্রিল আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।