সরকারি ব্যাঙ্কে একাধিক বিভাগে চাকরির সুযোগ। বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করবে ব্যাঙ্ক অফ বরোদা। এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের তরফে। জানানো হয়েছে, এর জন্য বুধবার থেকে শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।
ব্যাঙ্কের ডিজিটাল ব্যাঙ্কিং, সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি এবং ইনফরমেশন টেকনোলজি বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ফায়ার সেফটি অফিসার এবং চিফ ম্যানেজার পদে। মোট শূন্যপদের সংখ্যা ৪১। দেশের বিভিন্ন রাজ্যে হবে নিযুক্তদের কর্মস্থল। তাঁদের প্রথম এক বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে।
পদ অনুযায়ী, চাকরিপ্রার্থীদের বয়ঃসীমা হতে হবে ২২-৩৫ বছর ২৪-৩৪ বছর, ২৭-৩৭ বছর বা ৩০-৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদের ভিত্তিতে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,০২,৩০০-১,২০,৯৪০ টাকা। প্রতি পদের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আরও পড়ুন:
আগ্রহীদের এর জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১৭৫ এবং ৮৫০ টাকা। আগামী ১২ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।