হুগলির চিফ মেডিক্যাল অফিস অফ হেলথ-এ মেডিক্যাল টেকনোলজিস্ট প্রয়োজন। তাঁদের হুগলির স্বাস্থ্যজেলার ‘চোখের আলো’ প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ চারটি।
১২০০টি গ্রাম পঞ্চায়েত এবং শহরের ১২০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই প্রকল্পের অধীনে বয়স্ক মানুষের চোখের পরীক্ষা, ছানি অপারেশনের মতো পরিষেবা দেওয়া হয়। সেই প্রকল্পেই মেডিক্যাল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে নিযুক্তেরা প্রতি তিন দিনের পারিশ্রমিক হিসাবে ১,০০০ টাকা পাবেন। ওই কাজে এক বছরের চুক্তিতে বহাল রাখা হবে। ২১ বছর থেকে ৩২ বছর বয়সিদের ওই কাজে নিযুক্ত করবে হুগলির চিফ মেডিক্যাল অফিস অফ হেলথ।
প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ওই ইন্টারভিউ নেবে। ৩০ অক্টোবর হুগলির চুঁচু়ড়ায় ওই ইন্টারভিউ নেওয়া হবে।