কোয়ান্টাম কমিউনিকেশন সংক্রান্ত বিষয়ে গবেষণা করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে ওই বিষয়ে গবেষণা করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রকল্পে কাজের জন্য সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
টেকনোলজি শাখায় ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ন্যানো সায়েন্স, ন্যানো টেকনোলজি, কম্পিউটার সায়েন্স বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত ফেলোশিপের জন্য আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
ফেলোশিপ হিসাবে প্রতি মাসে নিযুক্ত ব্যক্তির জন্য ৪২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁকে এক বছরের চুক্তিতে কাজে বহাল রাখা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের কোয়ান্টাম কমিউনেকশন সংক্রান্ত বিষয়ে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইনে পোর্টাল মারফত আবেদনের শেষ দিন ২৮ মে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।