পার্বত্য এলাকার কৃষিকাজ নিয়ে পূর্বে কাজের অভিজ্ঞতা রয়েছে? সিকিম বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে কাজের সুযোগ পেতে পারেন। ওই বিশ্ববিদ্যালয়ের উদ্যানবিদ্যা বিভাগের একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
উদ্যানবিদ্যা, কৃষিবিদ্যা কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে ওই কাজের জন্য নিয়োগ করা হবে। পারিশ্রমিক হিসাবে নিযুক্তের জন্য ৩১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন:
প্রাথমিক পর্যায়ে মোট ছ’মাসের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। নিযুক্তকে সিকিমের কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সংলগ্ন গ্রামগুলিতে গবেষণার কাজের জন্য যাতায়াত করতে হবে। সংশ্লিষ্ট প্রকল্পে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিএসটি) আর্থিক অনুদান দিয়েছে।
আগ্রহীরা ৫ জুলাইয়ের মধ্যে ই-মেল মারফত আবেদন জানাতে পারবেন। আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কাজের জন্য বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হবে। এই বিষয়ে বিশদ জানতে সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মারফত (cus.ac.in) উদ্যানবিদ্যা বিভাগের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন।