কেন্দ্রের জননীতি প্রণয়নের শীর্ষ সংস্থা নীতি আয়োগে কর্মখালি। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরামর্শদাতা (কনসালট্যান্ট) পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের ২২ জুনের মধ্যে আবেদন পাঠানোর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। শূন্যপদ ২০টি।
সংশ্লিষ্ট পদে প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি, প্রাইভেট সেক্রেটারি পদে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা পরামর্শদাতা পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেনোগ্রাফারস সার্ভিস কিংবা সমতুল্য বিভাগে নোটিং, ড্রাফ্টিংয়ের মতো কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্তদের বয়স ৬৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের নীতি আয়োগের নয়া দিল্লির অফিসে কাজ করতে হবে। মোট এক বছরের চুক্তিতে তাঁদের কাজ চলবে। তবে, কত টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে, তা নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
আগ্রহীদের ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য কর্মজীবনের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের নথি পাঠানো প্রয়োজন। এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে নীতি আয়োগের ওয়েবসাইটে (www.niti.gov.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।