ইঞ্জিনিয়ারিং কিংবা বিজ্ঞান শাখায় উচ্চশিক্ষিতরাও গবেষক হওয়ার সুযোগ পাবেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় ওই ব্যক্তিদের নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
প্রতিষ্ঠানের সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ়-এর গবেষণা প্রকল্পে বায়োডায়ভার্সিটি সায়েন্টিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ওই কাজের জন্য বায়োডায়ভার্সিটি বিষয়ে পিএইচডি করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের সুন্দরবন বায়োডায়ভার্সিটি নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। ওই পদে চুক্তির ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে ছ’মাস কাজ করতে হবে। পরে ওই মেয়াদ এক বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ১ লক্ষ টাকা।
আগ্রহীরা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ওই পদে যোগদানের সুযোগ পেতে পারেন। ইন্টারভিউ ১ ডিসেম্বর নেওয়া হবে। ওই দিন জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি সঙ্গে রাখা প্রয়োজন।