ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক? গবেষণার কাজ করতে চান? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরের কৃত্রিম মেধা অর্থাৎ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বিভাগের গবেষণা প্রকল্পে কাজের সুযোগ পেতে পারেন। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ - সাবেক এসইআরবি)-র অর্থপুষ্ট প্রকল্পে কাজের সুযোগ রয়েছে। জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে একটি শূন্যপদ রয়েছে।
ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট ৯গেট) কিংবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)-এর মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্তকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা ফেলোশিপ হিসাবে বরাদ্দ করা হবে। তাঁকে ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন, পাইথন প্রোগ্রামিং, ইমেজ/ভিডিয়ো প্রসেসিং, লিনিয়ার অ্যালজ্রেবার মতো বিষয়ে দক্ষ হতে হবে। এ ছাড়াও নিযুক্তের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
মোট ২৪ মাসের চুক্তিতে কাজ চলবে। আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। ৪ অগস্ট আবেদনের শেষ দিন। আবেদনের নিয়ম সংক্রান্ত বিষয়ে আরও তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (iitkgp.ac.in) গিয়ে দেখে নিতে পারেন।