ইঞ্জিনিয়ারেরা গবেষণার সুযোগ পেতে পারেন রাষ্ট্রায়ত্ত গবেষণাকেন্দ্রে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার), কলকাতায় প্রজেক্ট ম্যানেজার এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
‘দ্য সেন্টার অফ এক্সিলেন্স ইন স্পেস সায়েন্সেস ইন্ডিয়া’-র গবেষণা প্রকল্পে উল্লিখিত পদে নিযুক্তদের কাজ করতে হবে। প্রজেক্ট ম্যানেজার হিসাবে হাই পারফর্মেন্স কম্পিউটিং এবং লিনাক্স সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে অন্তত ১০ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে।
এ ক্ষেত্রে তাঁদের ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরাল ডিগ্রি থাকা প্রয়োজন। তবে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরাও আবেদনের সুযোগ পাবেন। উভয় ক্ষেত্রেই প্রার্থীদের ম্যাটল্যাব-সহ স্পেস সায়েন্স বিষয়ে গবেষণার কাজে ব্যবহার করা হয়, এমন স্টিমুলেটর নিয়ে কাজের দক্ষতা থাকতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ১,৫০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন:
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তবে, উল্লিখিত পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারেরাও আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের প্রশাসনিক কাজে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ২৪ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
নিযুক্তের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৬৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ তিন বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আগ্রহীদের ই-মেল মারফত জীবনপঞ্জি এবং বয়সের প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পিডিএফ ফরম্যাটে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ১৫ সেপ্টেম্বর। আবেদনের পদ্ধতি সম্পর্কে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি আইআইএসইআর, কলকাতার ওয়েবসাইট (iiserkol.ac.in) থেকে দেখে নেওয়া যেতে পারে।
নিযুক্তদের মোট এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করা হতে পারে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন ২৮ সেপ্টেম্বর।