ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে কর্মী চাই। ওই প্রতিষ্ঠানের বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের একটি গবেষণা প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস-এর অর্থপুষ্ট প্রকল্পে ওই ব্যক্তিকে কাজ করতে হবে। বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা ওই পদে কাজের সুযোগ পাবেন। এ জন্য তাঁদের মাইক্রোবায়াল ইকোলজি, ডায়ভার্সিটি নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্তের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। তাঁর জন্য প্রতি মাসে ৫৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। ১৮ মাসের চুক্তিতে নিযুক্তের কাজ চলবে।
আগ্রহীদের অনলাইনে আইআইটি, খড়্গপুরের ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৯ ডিসেম্বর। বাছাই করা প্রার্থীদে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।