হাওড়া জেলায় কাজের সুযোগ। ১৯টি আলাদা পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে। জানানো হয়েছে, জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে জাতীয় স্বাস্থ্য মিশন, আয়ুষ মিশন এবং অন্য প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন। আগ্রহীদের থেকে এ জন্য আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
জেলায় কর্মী নিয়োগ করা হবে মাল্টিরিহ্যাবিলিটেশন ওয়ার্কার, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, স্টাফ নার্স, কমিউনিটি হেল্থ অ্যাসিস্ট্যান্ট, কাউন্সেলর, ব্লক ডেটা ম্যানেজার, ব্লক ডেটা এপিডেমোলজিস্ট, ব্লক পাবলিক হেল্থ ম্যানেজার, টিউবরকিউলোসিস হেল্থ ভিসিটর, সাইকিয়াট্রিক নার্স, আয়ুষ চিকিৎসক পদে। মোট শূন্যপদ ২৩৩টি।
আরও পড়ুন:
কোনও পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪০, আবার কোনও পদের ক্ষেত্রে ৬৭। পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন হবে মাসে ন্যূনতম ১৩,০০০ টাকা থেকে সর্বাধিক ৪০,০০০ টাকা।
সাইকিয়াট্রিক নার্স পদে আবেদন জানাতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি বা বিএসসি ডিগ্রিধারীরা। যাঁদের সাইকিয়াট্রিক নার্সিংয়ে ডিপ্লোমা রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদে। একই ভাবে বাকি পদের জন্য রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।
প্রার্থীদের এ জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। একইসঙ্গে সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ৯ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।