ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের লাইব্রেরি বা গ্রন্থাগারে প্রশিক্ষণ পাবেন নিযুক্তরা। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
আইআইটি খড়্গপুরের সেন্ট্রাল লাইব্রেরির জন্য এই নিয়োগ। নিয়োগ করা হবে প্রফেশনাল ট্রেনি বা শিক্ষানবিশ। মোট শূন্যপদের সংখ্যা আট। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রশিক্ষণ চলবে এক বছর।
আরও পড়ুন:
প্রফেশনাল ট্রেনি পদে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। নিযুক্তদের বৃত্তির পরিমাণ হবে মাসে ২২,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (বিএলআইএস) এবং মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (এমএলআইএস)-এ ফার্স্ট ক্লাস নিয়ে উত্তীর্ণ হতে হবে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ২৫০ টাকা এবং ৫০০ টাকা। আগামী ১২ জুলাই আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।