কেন্দ্রীয় সরকার অধীনস্থ ব্যাঙ্কে চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফে নিয়োগের প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান ব্যাংক গ্রামীণ স্ব-কর্মসংস্থান প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইন্ডিয়ান ব্যাঙ্ক রুরাল সেল্ফ- এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট)-এর তরফে এই নিয়োগ।
সাপোর্ট স্টাফ নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে কাজের মেয়াদ তিন বছর। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনেরও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রুরাল ডেভেলপমেন্টে স্নাতক অথবা স্নাতকোত্তর হতে হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে ইন্ডিয়ান ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখুন।