বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য কোর্সে ভর্তি নেওয়া হবে পড়ুয়াদের। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। অনলাইনেই পড়ুয়ারা ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় অধীনস্থ ২৪টি কলেজে বিভিন্ন বিষয়ে স্নাতক স্তরে ব্যাচেলর অফ আর্টস/ ব্যাচেলর অফ সায়েন্স/ ব্যাচেলর অফ কমার্স পড়ার সুযোগ রয়েছে। বাংলা, উদ্ভিদবিদ্যা, রসায়ন, বাণিজ্য, কম্পিউটার সায়েন্স, শিক্ষা, ইলেক্ট্রনিক্স, ইংরেজি, অর্থনীতি, পরিবেশ বিজ্ঞান, বনবিদ্যা (ফরেস্ট্রি), ভূগোল, ভূতত্ত্ব, ইতিহাস, গণিত, অণুজীববিদ্যা (মাইক্রোবায়োলজি), সঙ্গীত, পুষ্টি (নিউট্রেশন), দর্শন, শারীর শিক্ষা (ফিজিক্যাল এডুকেশন) এবং ক্রীড়া, পদার্থবিদ্যা, শারীরবিদ্যা (ফিজিয়োলজি), রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, সমাজকর্ম (সোশ্যাল ওয়ার্ক), সমাজবিজ্ঞান, সাঁওতালি, প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক পড়া যাবে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দু’টি বেসরকারি কলেজে বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং আইন নিয়ে পড়ার সুযোগ রয়েছে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
ভর্তি হতে আগ্রহীদের অভিন্ন পোর্টালের মাধ্যমে উল্লিখিত বিষয় বেছে নিতে হবে। ওই পোর্টাল থেকেই আবেদন জমা দিতে হবে। ১৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ওই পোর্টাল চালু থাকবে। এই বিষয়ে বিস্তারিত জানতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।