কেন্দ্রীয় বাণিজ্য দফতরের অধীনস্থ প্রতিষ্ঠানে গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)-র ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের কলকাতা এবং মুম্বাই ক্যাম্পাসের জন্য এই নিয়োগ। কর্মী নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানে নিয়োগ হবে রিসার্চ অফিসার পদে। মোট শূন্যপদ দু’টি। প্রতিষ্ঠানে নিযুক্তরা ইন্টারন্যাশনাল ট্রেডিং অ্যান্ড ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল শিপিং, ম্যারিটাইম ল অ্যান্ড পলিসিস, সেক্টোরাল ট্রেড এগ্রিমেন্টস এবং ইন্টারন্যাশনাল রিলেশন্স নিয়ে গবেষণার কাজ হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে তিন বছর।
রিসার্চ অফিসার পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। তিন বছরে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ৫৪,০০০ টাকা, ৬০,০০০ টাকা এবং ৬৬,০০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেরিটাইম ল/ অর্থনীতি/ শিপিং/ স্ট্যাটিস্টিক্স/ মেরিটাইম ম্যানেজমেন্টে স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়াও মূল বিজ্ঞপ্তিতে যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট পদে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৮ মার্চ। নিয়োগ সংক্রান্ত শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।