রাষ্ট্রায়ত্ত সংস্থা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এনপিসিআইএল)-এ কাজের সুযোগ। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, সংস্থায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যে প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার থেকেই।
সংস্থায় নিয়োগ হবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-বি, স্টাইপেন্ডিয়ারি ট্রেনি/ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (ক্যাটাগরি ১ এবং ক্যাটাগরি ২), অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ (এইচআর, এফ অ্যান্ড এ, সি অ্যান্ড এমএম), নার্স-এ এবং টেকনিশিয়ান/ সি (এক্সরে টেকনিশিয়ান) পদে। মোট শূন্যপদের সংখ্যা ৩৯১। নিযুক্তরা সংস্থার বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন।
প্রাথমিক ভাবে স্টাইপেন্ডিয়ারি ট্রেনি/ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (ক্যাটাগরি ১ এবং ক্যাটাগরি ২) পদে নিযুক্তদের প্রশিক্ষণ চলবে দেড় বা দু’বছর। প্রশিক্ষণ যথাযথ ভাবে শেষ করতে পারলে ওই পদগুলিতে তাঁরা স্থায়ী ভাবে কাজ করতে পারবেন।
আরও পড়ুন:
প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হলেই বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নার্স এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ৬৮,৬৯৭ টাকা এবং ৫৪,১৬২ টাকা। অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ এবং টেকনিশিয়ান পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩৯,০১৫ টাকা। স্টাইপেন্ডিয়ারি ট্রেনি/ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি ১ পদে নিযুক্তদের প্রথম দু’বছরে সাম্মানিক দেওয়া হবে মাসে যথাক্রমে ২৪,০০০ টাকা এবং ২৬,০০০ টাকা। অন্য দিকে, স্টাইপেন্ডিয়ারি ট্রেনি/ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি ২ পদে নিযুক্তদের প্রথম দু’বছরে সাম্মানিক দেওয়া হবে মাসে ২০,০০০ টাকা এবং ২২,০০০ টাকা।
বিভিন্ন পদে আবেদনের জন্য যোগ্যতার পৃথক মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে। সমস্ত পদে অনলাইন পরীক্ষা, দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করেই কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন:
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। পদ অনুযায়ী অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১৫০ বা ১০০ টাকা। আবেদনমূল্যে ছাড় পাবেন সংরক্ষিতেরা। আবেদনের শেষ দিন আগামী ১ এপ্রিল। এই বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।