একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)। সম্প্রতি এই মর্মে সংস্থার তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থার পাইপলাইন বিভাগের জন্য এই নিয়োগ। দেশের পাঁচটি অঞ্চলে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে। মোট শূন্যপদ রয়েছে ৪৫৭টি। নিযুক্তদের সংস্থার টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল ক্ষেত্রে (টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস, ডেটা এন্ট্রি অপারেটর এবং ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর পদে) কাজের প্রশিক্ষণ দেওয়া হবে।
সমস্ত পদে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে। নিযুক্তদের প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। নিযুক্তদের ১৯৬১/ ১৯৭৩/ ১৯৯২-এর শিক্ষানবিশি আইন মেনে প্রতি মাসে বৃত্তি দেওয়া হবে। নিযুক্তদের পোস্টিং হবে পশ্চিমবঙ্গ, বিহার, অসম, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড-সহ দেশের অন্যান্য রাজ্যে।
আরও পড়ুন:
ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স) পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এর পরে সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ৩ মার্চ। এর পরে প্রার্থীদের মেধার ভিত্তিতে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।