বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষার ডিগ্রি থাকলেই গবেষণামূলক কাজের সুযোগ মিলবে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এ। জানা গিয়েছে, প্রকল্পে কাজের জন্য গবেষক প্রয়োজন। নিয়োগ হবে স্বল্প সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
প্রতিষ্ঠানের সেন্টার ফর সফ্ট কম্পিউটিং রিসার্চ ইউনিটে গবেষণার কাজ হবে। প্রকল্পের নাম— ‘আন্ডারস্ট্যান্ডিং দি ইমপ্যাক্ট অফ ইনভেসিভ অ্যান্ড নন ইনভেসিভ স্টিমুলি অন কগনিটিভ ইন্টেলিজেন্স অফ অ্যাডাল্ট জেব্রাফিশ’। এটি কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিএসটি)-র অর্থপুষ্ট।
আরও পড়ুন:
-
এনআইএফটি ডিজ়াইনিং বিভাগে প্রবেশিকায় আবেদনের মেয়াদ বৃদ্ধি পেল, ঘোষণা এনটিএ-র
-
ন্যাশনাল টেস্ট হাউসের তরফে ২৫ জন ইয়ং প্রফেশনালের খোঁজ, পোস্টিং কলকাতা-সহ অন্য শহরে
-
১১৯ জন কর্মী প্রয়োজন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ, দেশের কোন অঞ্চলে হতে পারে পোস্টিং?
-
বাড়ছে পেশাদার সোশ্যাল মিডিয়া ম্যানেজার চাহিদা! কী ভাবে তৈরি করবেন নিজেকে?
প্রকল্পের জন্য একজন প্রজেক্ট লিঙ্কড পার্সন নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর শর্তসাপেক্ষে মেয়াদ বাড়ানো হতে পারে। পারিশ্রমিক মাসে ২৫,৪০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। একই সঙ্গে তাঁদের কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, বায়োটেকনোলজি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজ়িক্স, বায়োফিজ়িক্স-সহ নানা বিষয়ে স্নাতকোত্তর হতে হবে।
আগামী ৫ জানুয়ারি দুপুর ৩টে নাগাদ সংশ্লিষ্ট সেন্টারে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।