ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিআর), কলকাতায় চাকরির সুযোগ। কেন্দ্রীয় সরকার অধীনস্থ প্রতিষ্ঠানে সফ্টঅয়্যার ডেভেলপার নিয়োগ করা হবে। অনলাইনে একটি ফর্ম পূরণ করে আগ্রহীরা আবেদনপত্র পাঠাতে পারবেন।
পারিশ্রমিক হিসাবে সফ্টঅয়্যার ডেভেলপার পদে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ২৮ হাজার টাকা দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। শূন্যপদ একটি।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট কাজের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁদের ওয়েবসাইট ডিজ়াইন, ডেভেলপমেন্ট-এর কাজে দক্ষ হতে হবে। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতাও থাকা দরকার।
আগ্রহীরা বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে ক্লিক করে অনলাইনে ফর্ম পূরণ করে আবেদন জানাতে পারবেন। এই ফর্মটি পূরণ করে ১৪ নভেম্বরের আগে পাঠাতে হবে। ওই কাজে ছ’মাস পর্যন্ত চুক্তির মেয়াদ থাকবে। আগ্রহীরা এই বিষয়ে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।