জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মখালি। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ গবেষণা কেন্দ্রে তাঁদের কাজ করতে হবে। সংশ্লিষ্ট কাজের জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে দু’টি শূন্যপদ রয়েছে।
ফার্মাসি কিংবা বায়োটেকনোলজি বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট)-এ উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন:
তবে উল্লিখিত পদে নিযুক্ত ব্যক্তিদের কত টাকা পারিশ্রমিক দেওয়া হবে, সেই সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
এর জন্য আগ্রহীদের ২২ জুলাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির অফিসে উপস্থিত থাকতে হবে। সেই দিন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কাজের শংসাপত্রের মতো নথি সঙ্গে থাকা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে গবেষণা কেন্দ্রের ওয়েবসাইটে (iicb.res.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।