নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। প্রতিষ্ঠানের ইকোলজিক্যাল স্টাডিজ় বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। জাতীয় মৎস্য উন্নয়ন পর্ষদের অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি মাসে সাম্মানিক মিলবে ২৫ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োলজিক্যাল সায়েন্সেস/ অ্যানিমেল সায়েন্সেস/ এগ্রিকালচার সায়েন্সেস বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকা চাই। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট প্রতি মাসে ১৫ হাজার টাকা করে সাম্মানিক পাবেন। এই ক্ষেত্রে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতক অথবা স্নাতকোত্তর হতে হবে।
আরও পড়ুন:
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ১৩ মে বেলা ১২টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে। কী কী নথি প্রয়োজন জানতে প্রথমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানা যাবে।