কলকাতায় ‘অফিস অফ দি চিফ মিউনিসিপ্যাল হেল্থ অফিসার’-এর তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি কলকাতা পুরসভার তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সিনিয়র এনটোমোলজিস্ট পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। শূন্যপদ একটি। প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাণিবিদ্যা বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এনটোমোলজি বিষয়ে স্পেশালাইজেশন থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউ শুরু হবে। ওই দিন বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। আবেদনপত্র পাওয়া যাবে বিজ্ঞপ্তি থেকেই। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা পুরসভার ওয়েবসাইটে (https://www.kmcgov.in/) দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।