আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মখালি। ওই হাসপাতালের ১৪টি বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। নিযুক্তদের সিনিয়র রেসিডেন্ট হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ ১৬টি।
সংশ্লিষ্ট পদে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডক্টরেট অফ মেডিসিন (ডিএম) কিংবা ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি)-এর ডিগ্রি অর্জন করেছেন এবং ইন্টার্নশিপ সম্পূর্ণ করেছেন, এমন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
মোট ছ’মাসের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। তবে ওই মেয়াদ বৃদ্ধি পাবে কি না, তা নিয়ে কোনও তথ্য হাসপাতালের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি। তাঁদের অ্যানাস্থেশিয়োলজি, কার্ডিয়োলজি, চেস্ট মেডিসিন, ডার্মাটোলজি, জেনারেল মেডিসিন, অর্থোপেডিক্স, সাইকিয়াট্রি, রেডিয়েশন অনকোলজি বিভাগে সিনিয়র রেসিডেন্ট হিসাবে কাজ করতে হবে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য ১০ জুলাই হাসপাতালে উপস্থিত থাকা প্রয়োজন। ওই দিন বেলা ১টা থেকে ইন্টারভিউ শুরু হবে। এই বিষয়ে আরও জানতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত (wbhealth.gov.in) মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।