Advertisement
E-Paper

ম্যাকাউটে অধ্যাপনার সুযোগ! কোন বিভাগে শিক্ষক খুঁজছে বিশ্ববিদ্যালয়?

ভিজ়িটিং ফ্যাকাল্টি হিসাবে কাজ করতে হবে। ডাকযোগে আবেদনপত্র গ্রহণ করা হবে। এ ছাড়াও অনলাইনেও আবেদন পাঠানোর সুযোগ থাকছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৪
Opportunity to teach at MAKAUT!

ম্যাকাউটে অধ্যাপনার সুযোগ! ছবি: সংগৃহীত।

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ভিজ়িটিং ফ্যাকাল্টি নিয়োগ করা হবে। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি-র (ম্যাকাউট) তরফে ওই পদে নিয়োগ সংক্রান্ত শর্ত প্রকাশ করা হয়েছে। শর্ত অনুযায়ী, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ইনফরমেশন সায়েন্স বিভাগে অধ্যাপনার সুযোগ দেওয়া হবে।

কম্পিউটার অ্যাপ্লিকেশন:

এই বিভাগের শিক্ষক হিসাবে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স-এর মতো বিষয়ে পিএইচডি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট-এর (গেট) মধ্যে যে কোনও একটি বিষয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। পাশাপাশি, শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়াও কম্পিউটার সায়েন্স কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন।

ইনফরমেশন সায়েন্স:

এই বিভাগে অধ্যাপনার জন্য নেট-সেট কিংবা স্টেট এলিজিবিলিটি কাম এন্ট্রানস্ টেস্ট (স্লেট) উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও তাঁদের ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি থাকা দরকার। শিক্ষকতা কিংবা আইটি প্রফেশনাল হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন এবং বয়স:

বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে নিযুক্তদের প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে। সরকারি নিয়ম মেনেই নিয়োগ বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আবেদনের শর্তাবলি:

৭ অক্টোবর উল্লিখিত পদে আবেদনের শেষ দিন। ম্যাকাউট-এর ওয়েবসাইট (makautwb.ac.in) থেকে অনলাইনে রেজিস্ট্রারের ই-মেল আইডিতে কিংবা ডাকযোগে আবেদন পাঠানো যাবে।

MAKAUT Teacher Recruitment in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy