রাজ্যে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট, পূর্বতন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি)-তে কর্মখালি। সেই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
গেস্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। সপ্তাহে তিন দিন কাজ করতে হবে। দিন অনুযায়ী টাকা দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ কেমিক্যাল/ সিভিল/ ইলেকট্রিক্যাল/ এনার্জি ইঞ্জিনিয়ারিং বিভাগে ডিপ্লোমা থাকা চাই। সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকলে অগ্রাধিকার মিলবে। সংশ্লিষ্ট বিভাগে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভাল। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে ম্যাকাউট-এর ওয়েবসাইটে (www.makautwb.ac.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ২২ অগস্টের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে ম্যাকাউটের ওয়েবসাইট থেকে।