মালদহ জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ন্যাশনাল আয়ুষ মিশনের অধীনে কাজের সুযোগ রয়েছে। এ জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
জেলায় নিয়োগ হবে আয়ুষ চিকিৎসক, আয়ুষ ফার্মাসিস্ট, যোগ প্রফেশনাল, ফার্মাসিস্ট এবং মাল্টিপারপাস ওয়ার্কার পদে। মোট শূন্যপদ ২৩টি।
বিভিন্ন পদের জন্য বয়সসীমা আলাদা। কিছু পদে ২১ থেকে ৪০ বয়সিরা এবং অন্য পদগুলিতে ২১ থেকে ৫০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদের ভিত্তিতে নিযুক্তদের বেতন হবে মাসে ১৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৬০,০০০ টাকা পর্যন্ত।
আরও পড়ুন:
প্রতি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতা পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
চাকরিপ্রার্থীদের এ জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ৩১ অক্টোবর আবেদনের শেষ দিন।