রাজ্যে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট) (পূর্বতন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি)-তে কর্মখালি। সেই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য আগ্রহীদের অনলাইন এবং অফলাইনে আবেদন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে ইন্টারনাল অডিটর পদে। মোট শূন্যপদের বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অধীনে কাজের সুযোগ পাবেন নিযুক্ত ব্যক্তি। মূলত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টস বিভাগের নানবিধ দায়িত্ব পালন করতে হবে তাঁকে। তাঁর পারিশ্রমিক হবে মাসে ৫৭,৭০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমার্স বা ফিন্যান্সে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও প্রয়োজন। এ ছাড়াও মূল বিজ্ঞপ্তিতে যোগ্যতার অন্য মাপকাঠির কথা জানানো হয়েছে।
আগ্রহীদের এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানানোর পর আবেদনপত্র-সহ সমস্ত নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩১ জুলাই। নিয়োগের বিষয়ে বাকি তথ্য জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।