Advertisement
০৪ নভেম্বর ২০২৪
MSF Ishapore Recruitment 2023

ইছাপুরের মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে চাকরির সুযোগ, নিয়োগ কোন পদে?

প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে।

Metal and Steel Factory, Ishapore

মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি। সংগৃহীত ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ ১৮:১৯
Share: Save:

রাজ্যে ইছাপুরের মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি (এমএসএফ)-তে কাজের সুযোগ রয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এই সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। অফলাইনে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

সংস্থায় নিয়োগ হবে টেকনিক্যাল কনসালট্যান্ট বা পরামর্শদাতা পদে। শূন্যপদ রয়েছে একটি। শুধুমাত্র ভারতীয় রেলের টেকনিক্যাল যোগ্যতাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মীরাই এই পদে আবেদন করতে পারবেন। প্রথমে এক বছরের জন্যই এই পদে নিয়োগ করা হবে। এর পর প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্ত ব্যক্তিকে বর্তমানে প্রাপ্ত পেনশনের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ বাদ দিয়ে মাসিক বেতন দেওয়া হবে।

আবেদনকারীদের টেকনিক্যাল কোনও বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি ভারতীয় রেলে রেল উইল-অ্যাক্সেল অ্যাসেম্বলি শপে পাঁচ বছরের বেশি কাজের অভিজ্ঞতা-সহ মোট ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া টেকনিক্যাল বিষয়ে যথাযথ জ্ঞান-সহ বাংলা, হিন্দি এবং ইংরেজিতে সাবলীল কথোপকথনের দক্ষতাও জরুরি।

প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। তবে তার আগে প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র এবং অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। আবেদন করতে হবে আগামী ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টের মধ্যে। নিয়োগের বিষয়ে অন্যান্য খুঁটিনাটি জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE