ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে আয়ুষ মন্ত্রকে কাজের সুযোগ পেতে পারেন। ওই মন্ত্রকের নয়া দল্লির দফতরে সংশ্লিষ্ট পদে কর্মখালি রয়েছে। মোট তিন জনকে ওই কাজের জন্য বেছে নেওয়া হবে।
আবেদনের শর্তাবলি:
- যে কোনও বিষয়ে স্নাতকেরা সংশ্লিষ্ট পদে কাজের সুযোগ পেতে পারেন।
- তবে এ ক্ষেত্রে তাঁদের ন্যূনতম তিন বছর কোনও সরকারি দফতরে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
- একই সঙ্গে তাঁদের প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ এবং ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকাও আবশ্যক।
আরও পড়ুন:
- উল্লিখিত পদে নিযুক্ত ব্যক্তিদের জন্য পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ২৪ হাজার ৩৫৬ টাকা বরাদ্দ করা হয়েছে।
- মার্চ, ২০২৬ পর্যন্ত তাঁদের কাজ করতে হবে। তবে, ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আয়ুষ মন্ত্রকের নয়াদিল্লির দফতরে ৬ অগস্টের মধ্যে আবেদন পাঠানো প্রয়োজন। কী ভাবে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে, সেই বিষয়ে মন্ত্রকের ওয়েবসাইটে এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির ওয়েবসাইটে বিশদ তথ্য দেওয়া হয়েছে।