সদ্যই দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন? কম্পিউটারে দ্রুত টাইপ করতে পারেন? কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর কলকাতা দফতরে পেতে পারেন কাজের সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)-র জুনিয়র স্টোনোগ্রাফার এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। মোট শূন্যপদ আটটি।
আইআইসিবি-র ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, স্টোরস অ্যান্ড পারচেজ়, জেনারেল বিভাগের জুনিয়র সেক্রেটারিয়ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী প্রয়োজন। তাঁদের কম্পিউটারে টাইপিং স্পিড থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তরা সপ্তম বেতন কমিশনের লেভেল-২ অনুযায়ী প্রতি মাসের বেতন পাবেন।
আরও পড়ুন:
জুনিয়র স্টোনোগ্রাফার হিসাবে অনূর্ধ্ব ২৭ বছর বয়সিদের নিয়োগ করা হবে। ওই কাজের জন্য স্টেনোগ্রাফির দক্ষতা থাকা আবশ্যক। নিযুক্তদের সপ্তম বেতন কমিশনের লেভেল-৪ অনুযায়ী প্রতি মাসের বেতন দেওয়া হবে।
অনলাইনে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২২ অগস্ট। আবেদনমূল্য ৫০০ টাকা। লিখিত পরীক্ষা, প্রফিশিয়েন্সি টেস্টের মাধ্যমে জুনিয়র স্টোনোগ্রাফার এবং জুনিয়র সেক্রেটারিয়ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আইআইসিবি। এই বিষয়ে বিশদে জানতে হলে মূল বিজ্ঞপ্তিটি দফতরের ওয়েবসাইট (iicb.res.in) থেকে দেখে নিতে পারেন।