অবসরপ্রাপ্ত ব্যক্তিরা ফের কাজের সুযোগ পেতে পারেন। কোল ইন্ডিয়া লিমিটেডের তরফে এমন ব্যক্তিকে পরামর্শদাতা (অ্যাডভাইজ়ার) পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
এ ক্ষেত্রে তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক হওয়ার পাশাপাশি, সেক্রেটারি কিংবা প্রশাসনিক স্তরে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। কারণ ওই কাজের জন্য নিযুক্ত ব্যক্তিকে অফিস ম্যানেজমেন্ট, লজিস্টিক কো-অর্ডিনেশন সংক্রান্ত দায়িত্বও পালন করতে হবে।
আরও পড়ুন:
ওই পদে নিযুক্তকে কোল ইন্ডিয়া লিমিটেডের কলকাতার বিজ়নেস ডেভেলপমেন্ট সেক্রেটারিয়েট বিভাগে কাজ করতে হবে। কাজের জন্য অনূর্ধ্ব ৬৫ বছর বয়সি ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর জন্য প্রতি মাসে ৮০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৮ অগস্ট। কলকাতার রাজারহাটের অফিসের ঠিকানায় আবেদনপত্র পাঠানো আবশ্যক। এই বিষয়ে বিশদ জানতে হলে কোল ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।