বিশ্বভারতীতে কাজ করতে চান? বিশ্ববিদ্যালয়ের পল্লিশিক্ষা ভবন অর্থাৎ ইনস্টিটিউট অফ এগ্রিকালচারে পেশাদার প্রয়োজন। সংশ্লিষ্ট বিভাগে নির্দিষ্ট সময়ের চুক্তিতে ওই পদে কাজের সুযোগ পেতে হলে কিছু শর্ত পূরণ করা আবশ্যক।
ইনস্টিটিউট অফ এগ্রিকালচারে বৌদ্ধিক সম্পদ (ইন্টেলেকচুয়াল প্রপার্টি-আইপি) সংক্রান্ত বিষয়ে কাজের জন্য অ্যাটর্নি, পেটেন্ট এজেন্ট এবং আইপি এক্সপার্ট প্রয়োজন। এ ক্ষেত্রে তাঁদের সংশ্লিষ্ট বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা এবং কলকাতা, বর্ধমান কিংবা বীরভূমে ফার্মের দফতর থাকা আবশ্যক।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পের কাজে তাঁদের নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তের বয়স কত হওয়া প্রয়োজন, কিংবা কত টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে, সেই সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোনও তথ্য দেওয়া হয়নি।
তবে, আগ্রহীদের সংশ্লিষ্ট বিভাগে কাজের জন্য ইন্টারভিউ দিতে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্লান্ট প্যাথোলজি বিভাগে ৬ অগস্ট ইন্টারভিউয়ের দিন নির্ধারিত হয়েছে। কী কী নথি নিয়ে আসতে হবে, এই বিষয়ে বিশদ জানতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (visvabharati.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।