রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)-এ কাজের সুযোগ। ব্যাঙ্কে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। তাঁদের কলকাতাতেই কাজের সুযোগ মিলবে। এর জন্য অফলাইনে আবেদন গ্রহণ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাঙ্কের ওয়েবসাইটে।
ব্যাঙ্কে নিয়োগ হবে ব্যাঙ্কস মেডিক্যাল অফিসার (বিএমও) পদে। শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। নিযুক্তদের কলকাতায় ব্যাঙ্কের স্টাফ কোয়ার্টারের ডিসপেন্সারিতে কাজের সুযোগ মিলবে। সংশ্লিষ্ট পদে প্রথমে কাজের মেয়াদ থাকবে পাঁচ বছর। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তদের প্রতি ঘণ্টা কাজের ভিত্তিতে ১০০০/১২০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন:
আবেদনকারীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যাঁদের জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। দু’ক্ষেত্রেই থাকতে হবে দু’বছরের পেশাগত অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনা সংক্রান্ত জ্ঞান থাকা জরুরি।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৮ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যদের বেছে নেওয়া হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।