নদিয়ার প্রশাসনিক বিভাগে চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলার ওয়েবসাইটে।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে কর্মী। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও উপজাতীয় উন্নয়ন বিভাগের তরফে নিয়োগ। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে উভয় পদে। প্রথমে কাজের মেয়াদ এক বছরের থাকবে, তারপর প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রতি মাসে ২৮ হাজার টাকা করে বেতন পাবেন এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাবেন ২৫ হাজার টাকা প্রতি মাসে। উভয় পদেই অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৬০ থেকে ৬৪ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে নদিয়ার প্রশাসনিক ওয়েবসাইটে (https://nadia.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৫ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।