কমিক্স বা গ্রাফিক বইয়ের সহ-সম্পাদক প্রয়োজন। ন্যাশনাল বুক ট্রাস্টের তরফে ওই কাজের জন্য কর্মী বাছাই করে নেওয়া হবে। সংশ্লিষ্ট কাজের জন্য একজনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ওই রাষ্ট্রায়ত্ত সংস্থা।
এই পদে আর্ট এডুকেশন কিংবা গ্রাফিক্স সংক্রান্ত বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও কমিক্স বা গ্রাফিক বইয়ের কপি এডিটিং, প্রুফ রিডিং এবং পাণ্ডুলিপির মূল্যায়ন সংক্রান্ত বিষয়, কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে নিযুক্তকে প্রতি মাসে ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এই পদে লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টার্যাকশনের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
ডাকযোগে আবেদনপত্র পাঠানোর সুযোগ রয়েছে। আবেদন ন্যাশনাল বুক ট্রাস্টের নয়াদিল্লির ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২৪ জুলাই। ন্যাশনাল বুক ট্রাস্টের ওয়েবসাইটে (nbtindia.gov.in) গিয়ে সহ-সম্পাদক পদে নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য জেনে নিতে পারেন।