রাষ্ট্রায়ত্ত পরমাণু কেন্দ্রে কর্মখালি। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে স্টাইপেন্ডারি ট্রেনি এবং অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী প্রয়োজন। তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে বহাল রাখা হবে। শূন্যপদ ১৯৭।
মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কেমিক্যাল, রসায়ন, পদার্থবিদ্যা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা স্টাইপেন্ডারি ট্রেনি পদে আবেদন করতে পারবেন। তবে উল্লিখিত বিষয়গুলিতে যাঁরা ডিপ্লোমা অর্জন করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
উভয় ক্ষেত্রে ইংরেজি বিষয়টি থাকা প্রয়োজন। একই সঙ্গে স্নাতক বা ডিপ্লোমা স্তরের চূড়ান্ত পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতেই হবে। বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
অ্যাসিস্ট্যান্ট পদে যে কোনও বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতক স্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক। বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
স্টাইপেন্ডারি ট্রেনি পদে নিযুক্তদের ১৮ মাসের প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ চলাকালীন ২০ হাজার টাকা থেকে ২৪ হাজার টাকা ভাতা হিসাবে দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ হওয়া পর ২৬ হাজার টাকা পারিশ্রমিক পাবেন। অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের সপ্তম পে কমিশন নির্ধারিত লেভেল ৪-এর অধীনে বেতন দেওয়া হবে।
আরও পড়ুন:
পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য ১০০ টাকা থেকে ১৫০ টাকা ফি জমা দিয়ে আবেদনপত্র অনলাইনে পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ১৭ জুন। এর জন্য নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে (npcilcareers.co.in) গিয়ে অন্য শর্তাবলি জেনে নেওয়া যেতে পারে।